![]() |
How To Solve Facebook Picture Verification Problem |
প্রশ্নঃ ভাই আইডিতে ফট ভেরিফাই খাইছি কি করব/ফটো ভেরিফিকেশন কেমনে ঠিক করব?
উত্তরঃ (১ম পদ্ধতি)
ফটো ভেরিফিকেশন খোলার
ফটো ভেরিফিকেশন খোলার
1.গুগলে যান (অন্য
আরেকটা মোবাইল বা পিসি দিয়ে)
1. এখন আপনার
ফেবুতে ফটো ভেরিফিকেশনের
সময় একটি ছবির সাথে 6 জন
বন্ধুর নাম থাকবে ।
3. গুগল
ইমেজ সার্চে লিখুন facebook
+ আপনার বন্ধুর নাম ।
যেমনঃ
আপনার বন্ধুর নাম Abul
হলে লিখবেন
FACEBOOK+Abul
4. এবার গুগল
সার্চে আপনি অনেক
ছবি দেখতে পাবেন।যদি কোন
ছবি আপনাকে ভেরিফাই
করতে দেওয়া ছবির
সাথে মিলে যায় তাহলে বুঝবেন
সেটা তারই ছবি ।
আর
যদি না মিলে তাহলে বাকি 5
জনের নাম দিয়ে একইভাবে ট্রাই
করতে থাকুন।
5.এভাবে প্রতিটা ফটোর
নিচে যে নামগুলা থাকে
একটা একটা করে আগ পর্যন্ত)
6. এরপরেও
ছবিগুলো সনাক্ত
না করতে পারলে আপনি 2টি প্রশ্ন
স্কিপ করতে পারবেন। এছাড়াও
সবগুলো প্রশ্নে 1টি উত্তর ভুল
হলেও আপনাকে পাশ
করিয়ে দেওয়া হবে । প্রশ্নের
উত্তর ঠিকভাবে দেবার পর
আপনার পাসওয়ার্ড রিসেট
করতে বলা হবে । নতুন
পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই
আপনি আপনার একাউন্ট
ফিরে পেতে পারবেন ।
ফটো ভেরিফিকেশন করেঃ
প্রয়োজনীয় উপকরণঃ
(1)একটি সাদা খাতা
(2)একটি কলম
যে ফটোটা আসবে তার নাম
খাতায় লিখে রাখুন।ধরুন ধানের
ক্ষেতে পাখির
একটি ছবি এসেছে।
আপনি খাতায় লিখুন""ধানের
ক্ষেতে পাখি""।
এরপর এর
পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব
লোকের নাম দিয়েছে তাদের নাম
পরিষ্কার করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম
এবং ফেসবুকের
দেয়া নামগুলো একটা একটা করে খাতায়
লিখে রাখুন ।
কোনটাতে ওকে দিবেন না ।
কমপক্ষে দশ মিনিট পর আবার
ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করবেন
এবং উপরে উল্লেখিত
নিয়মে আবার খাতায় সব
লিখে রাখুন ।
এভাবে চেষ্টা করলে দেখবেন
যে ফেসবুক আবার সেই আগের
ছবিগুলোই দিচ্ছে ।
এবার
মিলিয়ে দেখুন ।
প্রথমবার
"ধানের ক্ষেতে পাখি"র
নিচে যে নামগুলা ছিলো পরেরবারের
গুলোর সাথে মিলান ।
দেখবেন
একটা নাম মিল
আছে এবং এটা তারই ছবি ।
(প্রয়োজনে তৃতীয়বার খাতায়
লেখুন)
তৃতীয় পদ্ধতিঃ===>
১। Play store এ গিয়ে One click Vpn সার্চ দিন
২।সার্চ দেওয়ার পর অনেক Vpn এসেছে
সেগুলো থেকে Vpn টা নামান
৩।ইনস্টল করুন
৪।টিক মার্ক দিয়ে Ok দিন
৫। সেখানে দেখবেন অনেক গুলো
দেশের নাম বা সার্ভার, ওখান থেকে
জাপান সিলেক্ট করে Connect enjoy
আসা পর্যন্ত অপেকক্ষা করুন।
যদি Disconect Server আসে তাহলে
জাপান আইপি ৪-৫ টা আছে একটা
একটা করে চেষ্টা করুন। Connect enjoy
আসলে মিনিমাইজ করে অপেরাতে
যান।
৬। ফটোভেরিফাই হওয়া আইডি লগিন
করুন আর দেখুন জাদু, ফটো কই!!!!
শুধু নামবার ভেরিফাই করলেই আইডি
ওকে
৭। এই নাম্বার ভেরিফাই করার নিয়ম হলো:-
+81Japan (change)
change এ ক্লিক করুন
তারপর Asia তে ক্লিক করুন
Bangladesh সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ.।
নাম্বারের ঘরে নাম্বার দিলে
আপনার নাম্বারে কনফার্মমেশন কোড
যাবে
কোড ভেরিফাই করলেই আপনার আইডি
ওকে।
0 comments:
Post a Comment